প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন..)।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে মৃত্যু হয়েছে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের।

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।

এ ছাড়া শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী।
জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র।
মরহুমের নামাজে জানাজা আগামী ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখ সকাল ১১টায় আর্মি স্টেডিয়ামে অনুষ্টিত হবে।

Share this post

scroll to top