ময়মনসিংহের ক্রিকেটের জন্য সুখবর জানালেন ডিসি

ময়মনসিংহ লাইভ ডেস্ক: ২০২০ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে বলে ময়মনসিংহবাসীকে সুখবর জানালেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। যা ময়মনসিংহের ক্রিকেটের জন্য বহুদিনের স্বপ্ন ছিলো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

ইতোমধ্যে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক গঠিত ‘ক্রিকেট সংক্রান্ত সাব কমিটি’ ক্রিকেট লিগ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। ক্রিকেট সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনকে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক ক্রিকেট সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনসহ সকল সদস্য, ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সকল সদস্যের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ময়মনসিংহের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সকলের সহায়তা কামনা করছেন।

Share this post

scroll to top