বিজয় দিবসের র্যালিতে পুলিশ পরিদর্শক লাঞ্ছিতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত ১টার দিকে সদর মডেল থানা পুলিশ দুজনকেই তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একাধিক সূত্র জানান, ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় র্যালি বের করার সময়ে পুলিশ বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনসহ আরও একজন এসআইকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা।
ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা হয়।
ওই মামলায় কামালকে রাত ১টার দিকে শহরের মিশনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে গ্রেফতার করা হয় মামুন মাহমুদকে।
এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতেও অভিযান চলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার দিনগত রাত ১টার দিকে সদর মডেল থানা পুলিশ দুজনকেই তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।