মো. আব্দুল কাইয়ুম : পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিসি টিভি ফুটেজ সংগ্রহ পূর্বক বিভিন্নস্থানে একটানা অভিযান পরিচালনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড় হইতে মোটর সাইকেল চোর চক্রের মূল হোতা ঈশ্বরগঞ্জের মো. সোহেল রানাকে (৩০)গ্রেফতার করে। পরে আসামি সোহেল রানার তথ্যের ভিত্তিতে অপর আসামি জামালপুরের মো. মিন্টু মিয়ার (৩৫) বাড়ি থেকে ১৩৫ সিসি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেলসহ তাকে আটক করে।
এদিকে গত সোমবার ডিবির এসআই মো. হাবিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ডুবারপাড় বাজারের উত্তর পাশে ডুবারপাড় বাঁশের সেতু সংলগ্ন রাস্তার পার্শ্ব হইতে মাদক ব্যবসায়ি ফুলপুর থানার মো. আবু বাক্কার ওরফে বাক্কারকে (৪৫) ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এছাড়া কোতোয়ালী থানার জুবলিঘাট বিপিন পার্ক এর সামনে থেকে মাদক ব্যবসায়ি মো. ইমন প্র: রাকিবকে(২১) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।