ময়মনসিংহে ৫ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু

সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে কতকিছু ডট কমের ব্যবস্থাপনায় মহান বিজয়ের মাস উপলক্ষ্যে, মুসলিম ইনস্টিটিউট ময়মনসিংহ চত্বরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হলো আজ। এ মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

আজ সকাল ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলা শুরু হয়েছে। দিল মাহমুদ সাব্বিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ফয়জুর রহমান রহ.-এর পরিচালক আল্লামা আব্দুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহের ড. মো:আক্কাছ উদ্দিন ভুঞাঁ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলম, ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান মো: আশরাফ হোসাইন, এডভান্স রেসিডেন্সিয়াল কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মো: কামরুল হাসান মিলন, ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী, জামিয়া ইসলামীয়া সেহড়া মোমেনশাহী’র পরিচালক মাওলানা আনওয়ারুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মোমেনশাহী’র পরিচালক মাওলানা দেলাওয়ার হোসাইন, জামিয়া শায়েখ আব্দুল মুমিন মোমেনশাহী’র পরিচালক মুফতি মাহবুবুল্লাহ্,  বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ সিরাত চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ,  মাহাদুদ দাওয়া আল ইসলামীয়া বাংলাদেশের পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ফেসবুকের ভাইরাসে আক্রান্ত এই সময়ে এমন একটি অনুষ্ঠান সত্যিই আশার আলো ছড়াবে। আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে একদিন আমাদের ঘরেই পাঠাগারে রূপান্তরিত হবে। ইসলামি বই পড়ার মাধ্যমে সকল প্রকার অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা যাবে।

অতিরিক্ত ডিআইজি মো: আক্কাছ উদ্দিন ভুঞাঁ বলেন, ইন্টারনেটের এই জগতে তরুণদের আর বই পড়তে হ য়না। এখন ইন্টারনেটেই তারা বই পড়তে পারে, কিন্তু ইন্টারনেটে বই পড়ার মাঝে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি। তিনি তরুণ সমাজকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করেন এবং ইন্টারনেটের কালো ছোবল ও গুজব থেকে তরুণদের বেঁচে থাকার আহ্বান জানান।

আয়োজক কমিটি জানিয়েছে, মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহিলাদের জন্য উন্মুক্ত থাকবে।  আগামী শনিবার বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের লেখক আড্ডা অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে।

এ মেলায় অংশগ্রহণ করেছে মাকতাবাতুল আশরাফ, বইঘর, নবপ্রকাশ, দারুল আরকাম, রুহামা পাবলিকেশন, জাদীদ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, সিয়ান পাবলিকেশন, আল রিহাব পাবলিকেশন্স, সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, মাকতাবাতুল হাসান, হুদহুদ প্রকাশন, নাশাত পাবলিকেশন, বইপল্লী, মাকতাবাতুল ইত্তিহাদ, প্রজন্ম পাবলিকেশন, উদ্দিপন প্রকাশন, পথিক প্রকাশন, আবরণ প্রকাশন ,কানন, রহনুমা প্রকাশনী, মাকতাবাতুত তাকওয়া, কতকিছু ডট কমসহদেশের স্বনামধন্য পুস্তক প্রকাশনগুলো। সূত্র: ourislam24.net

Share this post

scroll to top