স্টাফ রিপোর্টার : বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহ সেনানিবাসে বিজয়ের উল্লাসের কনসার্ট এর আয়োজন করা হয়।
বুধবার রাতে ময়মনসিংহ সেনানিবাসে বিজয়ের উল্লাস অনুষ্ঠানের কনসার্টে অফিসার , সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা মেতে উঠে ছিলেন।
এসময় ঘাটাইল ক্যান্টরমেন্টের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ও বয়োজিদ গ্রুপের উপ জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল-সগীর উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সেনানিবাসে বিজয়ের উল্লাস অনুষ্ঠানে শিল্পী লুইপা, লিজা ও সেলিমসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।