রাজধানীতে বাসার ছাদে দম্পতির লাশ

রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি ভবনের ছাদ থেকে স্বামী-স্ত্রীর লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন শহীদ আহমেদ (২৭) ও মর্জিনা (২১)।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, রাত সাড়ে নয়টার দিকে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে লাশের কাছে রাখা জাতীয় পরিচয়পত্র থেকে শহীদের নাম জানতে পারে পুলিশ। এছাড়া লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল মার্জিনার লাশ ছাদে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে রয়েছে।

পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের সন্দেহ, পারিবারিক কলহের জের ধরে শহীদ তার স্ত্রীকে হত্যা করেছে এবং পরে নিজে আত্মহত্যা করেছে।
সূত্র : ইউএনবি

Share this post

scroll to top