নরসিংদীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মেহেদী হাসান উদয়(২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জেলার শিবপুর উপজেলার ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র মোহদী হাসান উদয় শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার মুস্তফা মিয়ার ছেলে এবং ঢাকা তেজগাঁও কলেজের ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মেহিদী হাসান বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশে ডাকবাংলোর সামনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে বন্ধুরা উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর থাকায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন,নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share this post

scroll to top