আপত্তিকর অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর সাথে সরকারী শাহপুর মধুগ্রাম কলেজের ছাত্র হাসিব সরদারকে হাতেনাতে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে ডুমুরিয়ার মধুগ্রামে চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকারী শাহপুর মধুগ্রাম কলেজের এইসএসসি ২য় বর্ষের ছাত্র হাসিব সরদারের সাথে মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাত ১২টায় হাসিব সরদার মধুগ্রাম ঐ ছাত্রীর বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে। এ সময় স্থানীয় জানতে পেরে রাত ১টায় তাদের হাতেনাতে ধরে ফেলে।
এ ঘটনার নায়ক কলেজ ছাত্র হাসিব সরদার জানায়, আমার সাথে তার (ছাত্রীর) ২ বছরের প্রেমের সম্পর্ক। ১ বছর ধরে আমি তার কাছে যাওয়া আসা করি। গতরাত ১২টার দিকে আমি তার ঘরে আসলে ঘণ্টাখানিক পরে বাইরে থেকে কয়েকজন দরজায় তালা লাগিয়ে দেয়।
ঐ রাতে রঘুনাথপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ ইনস্পেক্টর মোঃ মোশারফ হোসেন বলেন; ঘটনায় কেউ মামলা করছেন না, তাছাড়া মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় কোন ব্যবস্থা নেয়া ব্যবস্থা নেয়া যাচ্ছে না।