স্টাফ রিপোর্টার : বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজারস্থ বিএনপির কার্যালয় সামনে মহানগর বিএনপি’র আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাসেম প্রমূখ নেতৃবৃন্দ।