অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এবারের বিপিএলের বেশ চমকই ছিল। কারণ বিপিএলের সবচেয়ে সফল খেলোয়াড় মাশরাফিই দল পেয়েছেন অষ্টম রাউন্ডে এসে। এবার তিনি খেলবেন ঢাকা প্লাটুনে। মেহেদী হাসান মিরাজকেও দল পেতে অপেক্ষা করতে হয়েছে সপ্তম রাউন্ড পর্যন্ত। তবে শেষ পর্যন্ত প্রায় সমান শক্তির স্কোয়াড গড়েছে দলগুলো।
কমপক্ষে নয় জন দেশি ও চার জন বিদেশি খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়েছে দলগুলো। যদিও ড্রাফটের নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড় নিতে হবে কমপক্ষে ছয় জন। সেক্ষেত্রে পরবর্তীতে খেলোয়াড় সুযোগ রয়েছে তাদের।
ড্রাফটের প্রথম ডাকেই এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে দলভুক্ত করে খুলনা টাইগার্স। এরপর ঢাকা প্লাটুন এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালকে দলে নেয়। এ প্লাস ক্যাটাগরিতে থাকা আরেক খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে লটারিতে সুযোগ পেয়ে সবার আগে ক্রিস গেইলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একেবারে শেষ ডাকে দল পেয়েছেন শহীদ আফ্রিদি। খেলবেন ঢাকাতে। এছাড়া গতবারের চমক রাইলি রুশো খেলবেন খুলনায়।
ড্রাফট শেষে কে কোন দলে?
ঢাকা প্লাটুন:
দেশি: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলি অনিক।
বিদেশি: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শাহিদ আফ্রিদি।
খুলনা টাইগার্স:
দেশি: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম।
বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।
রাজশাহী রয়্যালস:
দেশি: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম।
বিদেশি: রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।
রংপুর রেঞ্জার্স :
দেশি: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা।
বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ, লুইস গ্রেগোরি, ক্যামেরন ডেলপোর্ট।
সিলেট থান্ডার :
দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া,
বিদেশি: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জিবন মেন্ডিস।
কুমিল্লা ওয়ারিয়র্স:
দেশি: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি।
বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
দেশি: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি।
বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্ডো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।