ময়মনসিংহ সদর উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে আব্দুল বারেক (৪৫) ও রুবেল তালুকদার (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।
সোমবার বিকালে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক ময়মনসিংহ কোতায়ালি থানার মোদারপুর গ্রামের গুঞ্জর আলীর পুত্র। রুবেল তালুকাদার তারাকান্দা থানার গজলপুর গ্রামের ওয়াজেদ আলীর পুত্র। রুবেল তালুকদারের স্ত্রীও আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জারিয়া থেকে বালুবোঝাই ট্রাক ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা বাজার এলাকায় অপর একটি ট্রাককে অভারটেক করার সময় উল্টে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেল আরোহী ও একপথচারী ট্রাকের বালুর নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় বারেক, রুবেল ও রুবেলের স্ত্রীকে উদ্ধার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রুবেল ও আবদুল বারেক মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাছান জানান, বালুবোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাককে অভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।-দৈনিক যুগান্তর এর সৌজন্যে