পাকিস্তানে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ যাত্রী।
স্থানীয় সময় রোববার রাতে পাঞ্জাবপ্রদেশের ডেরা গাজী খান শহরে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, দুটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বাস কেটে তাদের মরদেহ বের করা হয়েছে।
জানা গেছে, হতাহতরা সবাই ডিজি খান থেকে মুলতানে ফিরছিলেন।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমান আহমাদ খান বুজদার মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।