ময়মনসিংহ লাইভ ডেস্ক : হাতে লেখা বঙ্গবন্ধু ম্যুরাল সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে ময়মনসিংহে। যেখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনী;
৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। আছে মুক্তিযুদ্ধেরর প্রথম প্রতিরোধ গড়ে তোলা তৎকালীন ময়মনসিংহ জেলা পুলিশের শাহাদাতবরণকারী ৫০ সদস্যের নাম।
১৯২০ থেকে ১৯৭১। বঙ্গবন্ধু; মুক্তিযুদ্ধ; বাংলাদেশ। একটি ছবিতেই ফুটিয়ে তোলা হয়েছে আন্দোলন সংগ্রামের গৌরবোজ্জল সব ইতিহাস।
মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখতে দেশে এই প্রথম হাতে লেখা বঙ্গবন্ধুর ম্যুরাল সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে ময়মনসিংহের পুলিশ লাইনসে। যার নাম দেয়া হয়েছে চেতনায় অম্লান।
মুক্তিযুদ্ধের ইতিহাস আর বঙ্গবন্ধুকে জানতে প্রতিদিনই স্মৃতিস্তম্ভটিতে ভিড় করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসরিন সুলতানা বলেন, এই স্মৃতিস্তম্ভে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের বর্ননা রয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, এই স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেয়া ঐতিহাসিক বক্তব্য, জীবন সংগ্রামসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাবলীর বর্ননা লিপিবদ্ধ করা হয়েছে।
ময়মনসিংহের জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের কাজ ছড়িয়ে দেয়া প্রয়োজন।
এছাড়াও ম্যুরালটিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম। সূত্র: চ্যানেল ২৪
আরো পড়ুন
ময়মনসিংহে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
ময়মনসিংহের দিঘারকান্দা থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে দিঘারকান্দার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দিঘারকান্দা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে কে বা কারা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ ফেলে রেখে যায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ তিনি আরও জানান, শিশুটির বয়স আনুমানিক এক দিন হবে।