রাজধানীর পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন পেট্রোবাংলার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুনের সূত্রপাত বলে জানি

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share this post

scroll to top