একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলায় শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন- মারিয়াম বেগম (৭৫), মো: আলম (৭৫) ও মো: ইউসুফ (১৮)।

স্থানীয়দের বরাতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের ঘরের বেলকুনি থেকে তার বৃদ্ধ মা মারিয়াম বেগমের ও ঘরের একটি কক্ষ থেকে আব্দুর রবের ভগ্নিপতি মো. আলমের লাশ উদ্ধার করা হয়।

এছাড়াও আব্দুর রবের খালাতো ভাই মো. ইউসুফের (১৮) ‌লাশ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটলেও শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওই কর্মকর্তা। ইউএনবি।

 

 

 

আরো পড়ুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান অবৈধ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ ‘গণতন্ত্রের মা’ দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি সফল করার জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

Share this post

scroll to top