বহুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল৷ অবশেষে তার উত্তর পাওয়া গেল৷ বিয়ে করছেন রণভীর-দীপিকা৷ আর সেই বিয়ের দিন কবে তাই ঘোষণা করলেন অভিনেত্রী৷
রবিবার বিকেলে ট্যুইট করে জানালেন আগামী ১৪ এবং ১৫ নভেম্বের হল সেই শুভ দিন যেখানে চার হাত এক হতে চলেছে৷
এখানে লেখা রয়েছে, সকলের সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে তাঁরা খুবই খুশি৷ দুজনের পরিবারের আশীর্বাদে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা৷
সেই সঙ্গে এও জানিয়েছেন, এত বছর ধরে সকলে যেভাবে তাঁদের ভালোবেসেছেন তাঁর জন্য তাঁরা কৃতজ্ঞ৷ এবং তাঁদের নতুন সফরের জন্য সকলের থেকে আশীর্বাদও চেয়ে নিয়েছে তাঁরা৷
এর আগে বছরের প্রথমের দিকে রণভীরকে, দীপিকার পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে দেখা যায়৷ জানা যায় দীপিকাও, রণভীরের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করে এসেছেন৷ তখনই তাঁদের বিয়ের বিষয়টি নিয়ে অনেকেই নিশ্চিত হয়ে যায়৷ যদিও তারপরেও জল্পনা চলছিল৷
শোনা যায় দীপিকা তাঁর শ্বশুরবাড়ি রেনোভেন নিয়েও বেশ ব্যস্ত ছিলেন৷ রণভীর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দুটি ফ্লোর কিনে নিয়েছেন৷ সেখানে তিনি তাঁর পরিবার নিয়ে শিফ্ট করেছেন৷ সেখানেই নাকি অভিনেতা বিয়ের পর দীপিকাকে নিয়ে থাকবেন৷
সূত্রের খবর, দুটি ফ্লোরকে সুন্দর করে সাজানো হয়েছে, রেনোভেশনের কাজও হয়৷ দীপিকা নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করিয়েছেন৷ বিয়ের পর রণভীরের পরিবারকে নিয়ে দীপিকা একসঙ্গে থাকবেন সেখানে৷ রণভীর হায়দরাবাদে ‘সিম্বা’র শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সবটা দেখে শুনে নিয়েছেন তাঁর হবু স্ত্রী দীপিকা৷