ফের বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ ভারতে বসবাসকারী মুসলমানদের রামের বংশধর বলায়, তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক আঙিনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে৷ শুধু তাই নয়, মন্দির নির্মাণে মুসলমানদের এগিয়ে আসা উচিত, এমনও বললেন তিনি৷
সূত্রের খবর, সম্রাট পৃথ্বীরাজ চৌহান কলেজে একটি সভায় এই ধরণের মন্তব্য করেন তিনি৷
কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, দেশে ৫৪ জেলাতে হিন্দুদের সংখ্যা কমেছে এবং দেশের অবস্থার অবনতি হয়েছে৷ পাশাপাশি রামমন্দির নির্মাণ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীঘ্রই রামমন্দির তৈরি হওযা উচিত, কারণ জনগণের ধৈর্য্যের বাঁধ ভাঙতে চলেছে৷
প্রসঙ্গত, রামমন্দির নির্মাণ নিয়ে মোদী সরকারকে বিজয়া দশমীতে মোহন ভাগবত আলটিমেটাম দেন৷ মন্দিরের জন্য আদালতের রায়ের ওপর নির্ভর না করারও কথা বলেন তিনি৷ সংসদে আইন এনে মন্দির নির্মাণে জোর দেন ভাগবত৷ এদিকে গিরিরাজ সিং বলেন, এই রামমন্দির ইস্যু ক্যানসারের মতো৷ ১০০কোটি জনতা চায় মন্দির শীঘ্রই তৈরি হয়ে যাক৷