সিনিয়র রিপোর্টার : মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন নয়ন। রোববার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার পরিচিত সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি বাবুল মিয়া সরকার,কার্য নির্বাহী সভাপতি শেখ মোঃ গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঞা বক্তব্য রাখেন।