ময়মনসিংহ লাইভ ডেস্ক : বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে এসে বিজিবি’র গুলিতে নিহত হয়েছিলেন এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। সেই ঘটনায় বিজিবি’র ডিআইজি, রাজশাহী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদকে বরখাস্ত এবং কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে বলে জানিয়েছিলো ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
তবে ভারতীয় সংবাদ মাধ্যমসহ তাদের বরাতে যেসব খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে সে খবরটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন খোদ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আমি স্বপদে সসম্মানে চাকরিতে বহাল আছি। আমাকে বরখাস্ত করা হয়নি। আমাকে কোনো বিচারের মুখোমুখিও হতে হয়নি। আমাকে নিয়ে এ বাংলায়-ওপার বাংলায় অপপ্রচার চলছে। আপনারা দয়া করে এসব অপপ্রচার করবেন না। এসব অপপ্রচার কেউ বিশ্বাস করে গুজব ছড়াবেন না।’
এদিকে বিজি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানান, ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে খবরটি শুনেছি। তবে বিজিবি এখন পর্যন্ত এবিষয়ে কিছু জানেনা। তিনি রাজশাহীর সিও এর সাথে কথা বলার জন্য অনুরোধ জানান।
তবে বিজিবি রাজশাহী অঞ্চলের সিও এর ফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সীমান্তরেখা অতিক্রম করে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরতে ভারতীয় ৪ জেলে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে ঢুকে পড়ে। বিজিবি ও মৎস্য কর্মকর্তাদের যৌথ অভিযানে চারজন জেলেকে আটক করা হয়। পরে বিএসএফ তিন জেলেকে জোর করে ছিনিয়ে নেয়। অপর জেলে প্রণব মন্ডলকে ছিনিয়ে নিতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি ছুঁড়ে বিএসএফ। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে বিএসএফ সদস্য বিজয় ভান সিং নিহত হন।
এরপর, রাজশাহী বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদের মেরে ফেলবো-একটা বাহিনীর সঙ্গে সম্পর্ক অবনতি করবো, এমনটা হতে পারেনা। আমরা তাদের বলেছি, জাতিগতভাবে আমরা মদ্যপ নই এবং আমরা মানসিকভাবেও সবাই সুস্থ। একটা বাহিনীর সঙ্গে সম্পর্ক অবনত করার মত কোন ঘটনাও ঘটেনি।’ তার এই বক্তব্যটি ভাইরাল হয়ে যায়। অনেকেই তাকে ‘জাতীয় বীর’ হিসেবে উল্লেখ করতে থাকেন।
ওই ঘটনার পর গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’এর এক খবরে বলা হয়, রাজশাহী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদকে বরখাস্ত এবং কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের ওই খবরের প্রতিক্রিয়ায় ৩ ডিসেম্বর, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি কোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছি না। আমি স্বপদে বহাল আছি। দয়া করে আপনারা এসব অপপ্রচার ছড়াবেন না। ভারতীয় বাহিনীর কোন কর্মকর্তা কী বললেন, তা কোন ভারতীয় মিডিয়া লিখলো, তা আপনারা দেশে বসে লিখে দিচ্ছেন। সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন। আমরা দেশে আছি, আমাদের সঙ্গে যোগাযোগও করছেন না। এটা দুঃখজনক। কেউ এসব বিশ্বাস করে গুজব ছড়াবেন না।’