দামুড়হুদার যুবলীগ কর্মী ভারতে বেড়াতে গিয়ে অবশেষে লাশ হয়ে ফিরছে যুবলীগ কর্মী মাহবুব রহমান। পুলিশ ও পারিবারিক সূত্রে এমনটাই জানানো হয়েছে। বুধবার ভোরের দিকে লাশ দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে নিহতের বাড়ি দামুড়হুদায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ছাইবার আলির ছেলে উপজেলা যুবলীগ কর্মী মাহবুব রহমান (৩৭) গত ২২ নভেম্বর দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে ভারতে বেড়াবার উদ্দেশ্য রওনা হয়েছিল। বেশ কয়েকদিন বেড়ানোর পর তিনি গত ২৭ নভেম্বর ভারতের চেন্নাই হোটেলে গিয়ে উঠে।
পরদিন ২৮ নভেম্বর দুপুরের দিকে ভারতের রানাঘাটের রাজু বিশ্বাস নামে এক ব্যক্তি পরিচয় দিয়ে (০০৯১৯৯৬২৪৯১৬৬৬ এই মোবাইল ফোন থেকে) দামুড়হুদার উজিরপুর গ্রামের মাহবুবের বন্ধু আয়ুব আলীর ছেলে সাইফুলকে জানায় মাহবুব চেন্নাইয়ের একটি হোটেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন চেন্নাই যোগাযোগ করেন।
পরে চেন্নাই ও পুরি থানা পুলিশ ঐ হোটেলের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মাহাবুবের লাশ উদ্ধার করে। ৩০ নভেম্বর নিহতের বড় ভাই জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন ভারতে গিয়ে লাশ সনাক্ত করে এবং বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
বুধবার ভোরের দিকে মাহবুবের লাশ দেশে এসে পৌঁছাতে পারে বলে নিহতের ভাই জিয়াউর রহমান জানিয়েছেন।