নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : দীর্ঘ ২৬ বছর বিভাগ বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেতৃত্বদানকারী বৃহৎ সামাজিক সংগঠন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের ১০ম কার্যনির্বাহী সংসদের পরিচিতি সভা শনিবার (২০ অক্টোবর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ১৪, বিশ্বেশ্বরী দেবী রোডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাতিত্ব করেন পুনরায় নির্বাচিত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি বর্ষিয়ান আইনজীবী আনিসুর রহমান খান। জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালামের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাগরিক আন্দোলনের ১নং সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী রানা, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সহ-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, নাগরিক আন্দোলনের প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।
ময়মনসিংহ জেলা নাগরিক অন্দোলন ও উন্নয়ণন সংগ্রাম পরিষদের ১০ম কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সহ-সভাপতি যথাক্রমে- অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অধ্যাপক ইউসুফ খান পাঠান, কাজী রানা, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ফেরদদৌস আরা মাহমুদা হেলেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম। সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে : কাজী আজাদ জাহান শামীম, ড. মোঃ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও মনিরা সুলতানা মনি। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মফিজুন নূর খোকা, দপ্তর সম্পাদক শহীদুর রহমামন শহীদ, কোষাধ্যক্ষ ফয়জুর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক মোৎ নজরুল ইষলাম সাংবাদিক, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক খোকন কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবুল মুনসুর,সহ-সাস্কৃতিক সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, তথ্য ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ভাষ্কর সেন গুপ্ত, সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদক শামীম আশরাফ, পরিবেশ সম্পাদক শংকর সাহা। কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে: অ্যাডভোকেট মোয়াজ্জেম হেসেন বাবুল, শেখ বাহার মজুমদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক মির্জা মানজুরুল হক, শাহ সাইফুল আলম পান্নু, মিজানূর রহমান খান লিটন, প্রদীপ কুমার ভৌমিক, ইয়াজদানী কুরায়শী কাজল, অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম রানু, অধ্যঅপিকা লীলা রায়, সাজেদা বেগম সাজু, আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, মনিরা বেগম অনু, অ্যাডভোকেট হাবিবুজ্জামান খুররম, সাংবাদিক নিয়ামুল কবির সজল, মাহবুব বিন সাইফ, অ্যাডভোকেট ফজলুল হক, অধ্যাপক লুৎফুন নাহার, ডাঃ প্রতীমা দেবনাথ, সুলতানা ফারজানা মায়া, অ্যাডভোকেট আসিফ মিনজহাজ সেতু, প্রকৌশলী আজাহার হোসেন, এলিনা খান, খন্দকার শরীফ উদ্দিন, খন্দকা সুলতাস আহম্মেদ, খন্দকার ফারুক আহম্মেদ, নাজমূল ইসলাম, অ্যধাপক আফতাব উদ্দিন ও আব্দুর রাজ্জাক।