ঢাকাThursday , 18 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জগাখিচুড়ির ঐক্য তাসেরঘরের মতো ভেঙে পড়বে : নৌপরিবহনমন্ত্রী

Link Copied!

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিভিন্ন মত ও পথের লোক নিয়ে কোনো ঐক্য হয় না। খুনি, রাজাকার, আলবদর ও কিছু মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশের কিছু তথাকথিত সুশিল সমাজ নিয়ে যে ঐক্য গড়ে উঠেছে, তা তাসেরঘরের মতো ভেঙে পড়বে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর আইনজীবী সমিতির উন্নয়ন ও মতবিনিময়সভায় যোগদানের আগে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, জগাখিচুড়ির ওই ঐক্য ইতিমধ্যে ভেঙে যাওয়ার সুর বেজে উঠেছে এবং সেখান থেকে ন্যাপসহ কয়েকটি দল বেরিয়েও গেছে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, নির্বাচনের আগে নানা ধরনের মেরুকরণ দেখা দেয়। এটি এক ধরনের মেরুকরণ। আমি একটু বিস্মিত হলাম যে, আসলে এটি একটি অদ্ভুত ধরেন মেরুকরণ, জগাখিচুড়ির ঐক্য দেশের কোনো কাজে আসবে না।

মন্ত্রী আরও বলেন, একটি ঐক্য করতে হলে একটি আদর্শ প্রয়োজন হয়। সেই আদর্শ এ ঐক্যের মধ্যে নেই- এটিই হল বাস্তবতা।

এ সময় মাদারীপুরে আইনজীবী সমিতির উন্নয়নমূলক মতবিনিময়সভার উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাদ) মো. আনোয়ার হোসেন, পিপি এমরান লতিফ, জিপি চিত্তরঞ্জন মণ্ডল, স্পেশাল পিপি মজিদ মিয়া, বারের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের আহ্বায়ক শাজাহান খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।