কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণ চেষ্টা, আটক ১

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে চালকের সহকারী মুজিবর রহমানকে আটক করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ রাশেদ সৌখন বলেন, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনের জন্য একটি বাস ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার জন্য ১ নম্বর গেটে অপেক্ষা করছিল। এ সময় বাস চালকের সহকারী মুজিবর রহমান মিথ্যা প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে শিক্ষার্থীরা এসে তাকে আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। ত্রিশাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালকের সহকারীকে আটক করে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে রোববার সন্ধ্যায় চালকের সহকারী মুজিবরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Share this post

scroll to top