ময়মনসিংহে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোক সঙ্গীত উৎসব উদ্বোধন করা হয়েছে। রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জিমনেসিয়াম সেন্টারে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আ.লীগ সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ ।
আয়োজকরা জানান, লোক সংগীত উৎসবে লোকজ সঙ্গীতের পাশাপাশি মেলা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উপজেলা ও জেলা শিল্পকলা একাডেমি দল কর্তৃক লোকজ সংস্কৃতি ও লোক সঙ্গীত পরিবেশন করা হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই অনুষ্ঠান।