প্রথমে শরীর অসুস্থতার খবর দিয়ে অভিনেতার ট্যুইট। তারপর চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি। সঙ্গে সস্ত্রী-পুত্রের যাওয়া। শেষে সোনালি বিন্দ্রের তাঁকে দেখা করতে যাওয়া। একের পর এক ঘটনা সাজিয়ে বলিপাড়ায় বর উঠেছে, ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর। তবে সত্যি মিথ্যা এখনও কিছুই জানা যায়নি। কিন্তু আলিয়া বর্তমানে রণবীর কাপুরের জল্পিত গার্লফ্রেন্ড আলিয়া পৌঁচ্ছে গিয়েছেন নিউইয়র্কে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে, লন্ডনের শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। কিন্তু এখনও ঋষি বা রণবীরের সঙ্গে দেখা যায়নি তাঁকে।
প্রসঙ্গত, কিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর৷ যাওয়ার আগে ট্যুইট করে জানিয়েছিলেন, তাঁর রোগ নিয়ে কোনও স্পেকুলেশন না করা হয়৷ কিন্তু সেই নিষেধ শুনল কে? যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে গুঞ্জন৷ জল্পনা ছড়িয়েছে সোনালি বেন্দ্রের মতো নাকি ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর৷ সেই ক্যানসার নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে৷ সেই জন্যই মা কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যেও সামিল হতে পারেননি তিনি৷ চলে গিয়েছেন আমেরিকায় চিকিৎসা করাতে৷
যদিও রণবীর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর বলেন, ‘‘আমরা এখনও তাঁর রোগের প্রকৃতি সম্পর্কে জেনে উঠতে পারিনি৷ বাবা নিজেও জানেন না তাঁর কী রোগ হয়েছে৷ এখনও কোনও শারীরিক পরীক্ষা হয়নি৷ তা স্বত্ত্বেও চারিদিকে রটে গিয়েছে বাবা নাকি ক্যানসারে আক্রান্ত৷ এবং সেটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে৷ আগে তাঁর শারীরিক পরীক্ষা তো হোক৷ ফলাফল যাই হোক না কেন তা ঠিক সময়মতো জানিয়ে দেওয়া হবে৷ সবে বাবা আমেরিকা পৌঁছেছে৷ চিকিৎসা শুরু হবে৷ সব ধরনের প্রস্তুতি চলছে৷ রোগ ধরা পরার পরই চিকিৎসা, ওষুধ সব শুরু হবে৷ তার আগে এই সব জল্পনা বন্ধ হওয়া দরকার৷’’