নার্ভাস নাইন্টিজে ভাঙল বাবরের প্রতিরোধ

লক্ষ্য অনেক দূরের এখনো, ফলোঅন এড়াতে হলে করতে হবে দুইশোর বেশি রান। তবু বাবর আজম লড়ে যাচ্ছিলেন বুক চিতিয়ে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লেগস্পিনার ইয়াসির শাহ। কিন্তু নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে সেই প্রতিরোধ ভেঙে গেল।

ব্যক্তিগত ৯৭ রানে মিচেল স্টার্কের একটি গুড লেন্থের বলে ড্রাইভ করতে গেলে ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে চলে যায় বল। বাবরের ১৩২ বলের দারুণ ইনিংসটি শেষ হয় এর মধ্য দিয়ে। পাকিস্তানের স্কোর তখন ১৯৪।

বাবর ফিরে যাওয়ার পরের বলেই গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান শাহিন শাহ আফ্রিদি। অর্থাৎ স্কোর বোর্ড তখন ৮ উইকেটে ১৯৪। ফলোঅন এড়াতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৯৮ রান। যা এই অবস্থায় অসম্ভব। তাই ফলোঅন অনেকটা নিশ্চিত পাকিস্তানের।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার রানের পাহাড় ছোয়ার লড়াইয়ে প্রায় নিঃসঙ্গ ছিলেন বাবর আজম। এক ইয়াসির শাহ ছাড়া কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। তবু দাঁতে দাঁত চেপে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বিরুদ্ধে লড়ছেন।

এডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার অপরাজিত ৩৩৫ ও মারনুস লাবুশানে ১৬২ রান করেছেন।

এই রানের জবাব দিতে নেমে পাকিস্তানের অবস্থা তথৈবচ। টপ অর্ডারের ছয় জন ব্যাটসম্যান ফিরে গেছেন, সবার রান ২০ এর নিচে। দলীয় ৮৯ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন হয়েছে। অস্ট্রেলিয়ার পেস আক্রমনের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

চার নম্বরে নামা বাবর আজম লড়াই চালিয়ে গেছেন একপ্রান্তে। আগের দিনের অপরাজিত ৪৩ রান নিয়ে রোববার তৃতীয় দিন ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি পেয়েছেন, এগিয়ে চলেছেন সেঞ্চুরির দিকেও। কিন্তু মিচেল স্টার্কের বলে ব্যাটের কানায় লেগে শেষ হয়ে যায় তার প্রতিরোধ। অন্য প্রান্তে আছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তিনি হাফ  সেঞ্চুরি পেয়েছেন ইতোমধ্যে।

স্টার্ক ৬ উইকেট নিয়েছেন ৪৭ রান খরচ করে।

Share this post

scroll to top