চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে একযোগে পুলিশের তল্লাশি শুরু হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, দা, ৩/৪ বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ও ২৯ নভেম্বর রাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের টিভিকক্ষে মিটিংয়ে বসাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এদিন থেমে থেমে একাধিক হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।