বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলা

নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে নগরে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীর দাবি, হামলায় আবু সুফিয়ানকে বহনকারী বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু’র পাজেরো গাড়ির কাচ ভেঙ্গে যায়। ওই সময় গাড়িতে ছিলেন আবু সুফিয়ান।কাচ ভেঙ্গে চালক ইয়াছিন আহত হন।

আবু সুফিয়ান বলেন, জানাজা শেষে নগরে ফেরার পথে ছাত্রলীগের বেশ ক’জন নেতাকর্মী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। এ ঘটনা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, এ রকম একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। সূত্র: বাংলানিউজ

Share this post

scroll to top