ঘরের মাঠেও জিততে পারলো না আর্সেনাল

ঘরের মাঠের দর্শকদের সুবিধা নিয়েও জিততে পারলো না আর্সেনাল। ইউরোপা লিগের ‘এফ’ গ্রুপে এমিরেটস স্টেডিয়ামে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও ২-১ ব্যবধানে হেরেছে গানাররা।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়ের মুখ দেখেনি উনাই এমেরির দল। ১৯৯২ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম এত বেশি ম্যাচ জয় পায়নি গানাররা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতের ম্যাচটিতে শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। আক্রমণের পর আক্রমণে ফ্রাঙ্কফুর্টকে ব্যস্ত রেখেছিল স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না। অবশ্য সেই সুযোগ তারা পেয়ে যায় বিরতিতে যাওয়ার আগেই।

প্রথমার্ধের যোগ করা সময়ে বুকাউ সাকার পাস থেকে আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি আর্সেনাল। উল্টো হেরে বসে। দাইচি কামাদার ৫৫ ও ৬৪ মিনিটের জোড়া গোলে শেষ পযর্ন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

অবশ্য এই পরাজয়েও গ্রুপ পর্বে শীর্ষে আছে আর্সেনাল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ফ্রাঙ্কফুর্ট।

Share this post

scroll to top