ঢাকাThursday , 28 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা-মদন রোডের ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

Link Copied!

ইকবাল হাসান : নেত্রকোনা থেকে মদন সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ধসে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রায় এ সারাদিনই সড়কটি যান চলাচল বন্ধ রয়েছে ।

এ অবস্থায় ব্রিজের দু-পাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মদন উপজেলা ছাড়াও খালিয়াজুরী, আটপাড়া, মোহনগঞ্জ ও ইটনা উপজেলার একাংশের সাধারণ মানুষের শহরে যাওয়ার একমাত্র সড়ক এটি।

জানা যায়, ব্যস্থতম এ সড়কে বয়রাহালা নদীর ওপর ১৯৯৫ সালে বেইলি ব্রিজ নির্মিত হয়। অনেক পুরনো হওয়ায় বছরে ২-৩ বার ব্রিজের পাটাতন ধসে যায়।

নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে ব্রিজের ধসে যাওয়া স্থানে পাটাতন বসান। আবার কয়েকদিন যেতে না যেতেই ব্রিজের পাটাতন ধসে যায়। গত সোমবার (২৫ নভেম্বর) রাতে ব্রিজের পাটাতন ধসে যাওয়ার ফলে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের কার্য-সহকারী মো. মোহন উদ্দিন তালুকদার বলেন, নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি অতি পুরাতন হওয়ায় টেনজাম, ডেকিং, নাট, পাটাতন দুর্বল হয়ে গেছে। অতিরিক্ত মালামাল নিয়ে যান চলাচল করলেই পাটাতন ধসে যায়। আমরা বছরে ২-৩ বার ব্রিজটি মেরামত করি। ব্রিজের ওপর দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ। তবে এর মেরামত কাজ চলছে।

মদন উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান বলেন, বয়রাহালা নদীর ওপর নির্মিত ব্রিজটি পুরনো হওয়ায় প্রায়ই পাটাতন ধসে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে গত অক্টোবর মাসে জেলা সমন্বয় সভায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে বিশেষ ব্যবস্থায় দ্রæত একটি পাকা ব্রিজ নিমার্ণের প্রস্তাব করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।