গফরগাঁওয়ে জমি দ্বন্দে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এমদাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচতো ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পাগলা থানাধীন বারইহাটি পশ্চিমপাড়া গ্রামে।

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি গ্রামের এমদাদ হোসেনে সাথে চাচাতো ভাই কাজল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। পূর্ব বিরোধের জের ওইদিন সন্ধ্যায় স্থানীয় বারইহাটি বাজারে কাজল মিয়া ও তার শ্যালকের সাথে এমদাদ হোসেনের হাতাহাতির হয়। ঘটনার পর বাজার থেকে বাড়ি এসে এমদাদ অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সাব্বির আহাম্মেদ জানায়, ‘চাচা কাজল মিয়া ও তার শ্যালক আরিফ মিয়ার পিটুনীতে আমার বাবা এমদাদ বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর আমার বাবা মারা যান।’

Share this post

scroll to top