গোলাপী টেস্টে ইমরুলের ‘লম্বা’ রেকর্ড

ইডেন গার্ডেনসে ২১ নভেম্বর এক ঐতিহাসিক টেস্টে পা রাখে বাংলাদেশ। যদিও নাজুকভাবে হারে ম্যাচটি। সেই ম্যাচেই ভারতের বিপক্ষে গোলাপী বলে দিবা-রাত্রি টেস্ট অভিষেক ঘটে বাংলাদেশের। এমন ঐতিহাসিক ম্যাচে রচিত হয়েছে অনেক ইতিহাস। আর ইতিহাসের বড় অংশ জুড়ে নাম লিখিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

দেখে নিন ঐতিহাসিক টেস্টে কায়েসের ইতিহাস বুকে কি ছিলো- গোলাপী বলে প্রথম রান নিয়ে বাংলাদেশ ক্রিকেটে তার নাম থাকবে সবার উপরে। গেলাপী বলে বাংলাদেশ দলের হয়ে প্রথম রিভিউ নেন ইমরুল কায়েস। রিভিউ নিয়ে গোলাপী বলে প্রথম সফল রিভিউও পান তিনি। আবার বাংলাদেশের হয়ে প্রথম আনসাকসেসফুল রিভিউও হয় ইমরুল কায়েসের। এর সাথে গোলাপী বলে দিবা-রাত্রি টেস্ট ম্যাচে প্রথম আউট হন ইমরুল কায়েস।

শুধু তা নয়, ইডেন টেস্টে কায়েসের সঙ্গে আরেকটি মজার ঘটনা রয়েছে। সেটি হলো- ইমরুল প্রথম ইনিংসে ৪ রান নিয়ে আউট হয়েছেন, দ্বিতীয় ইনংসে আউট হন ৫ রানে। যা তার জার্সির সাথে মিলে যায়। ৪ ও ৫ রানে মিলে ইমরুলের জার্সি নাম্বার ৪৫ এর সাথে দারুণভাবে খাপ খায়।

জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি-সেঞ্চুরি দিয়ে নির্বাচকদের ন

Share this post

scroll to top