মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত আটক

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। গত রাত দিবাগত ৩টার দিকে আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে উলফাতের মুক্তি দাবি করেন। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে রাতের অন্ধকারে আটক করা আইনের শাসনের পরিপন্থী। এই মুহূর্তে তাকে মুক্তি দিতে হবে।

Share this post

scroll to top