স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। যার বয়স আনুমানিক ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে নগরীর কৃষ্টপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার বিকালে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্টপুর এলাকায় একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।