ডিইউজে সদস্য হাসানুজ্জামানের (৬২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, হাসানুজ্জামানের মৃত্যু সাংবাদিক সমাজকে দারুণভাবে আহত করেছে। সাংবাদিকদের দাবি আদায়ে তিনি যেভাবে সক্রিয় ছিলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বিএফইউজে ও ডিইউজের কাছে।
বিবৃতিতে নেতারা হাসানুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টায় রামপুরা (বনশ্রী) বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন হাসানুজ্জামান। গোপালগঞ্জের কাশিয়ানি থানার রাতুল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে রেখে যান।