ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও লড়াই করেছেন বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান। বাবর সেঞ্চুরি তুলে নিয়েছেন, রিজওয়ান আউ হয়েছেন ৯৫ রানে। যদিও তাতে শেষ রক্ষা হয়নি মিসবাহ’র শীষ্যদের।
অনেক দিন ধরেই বাবর আজম পাকিস্তান দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা; কিন্তু ব্রিসবেনে তার ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।
দলের সেরা ব্যাটসম্যান কেন ৫ নম্বরে নামছে এমন প্রশ্ন করেছেন ইমরান। অস্ট্রেলিয়ায় আছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেখানে বিশ্লেষকের ভূমিকা পালন করছেন তিনি। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছে ইমরান। তাতে জানতে চান, বাবর কেন পাঁচে ব্যাট করছে?
এ খবর প্রকাশ করেছেন ওয়াসিম নিজেই। তিনি বলেন, ইমরান খান আমাকে মেসেজ করে বাবর আজমকে ধন্যবাদ জানিয়েছেন। সে যেভাবে ব্যাটিং করেছে তাতে মুগ্ধ তিনি। তাকে কিছু পরামর্শও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
তবে সে এত পরে কেন ব্যাট করতে নেমেছে, সেটি বুঝে উঠতে পারছেন না ইমরান খান। প্রধানমন্ত্রীর মতে, তার মতো কার্যকরী ব্যাটসম্যানকে অবশ্যই চারের মধ্যে নামতে হবে।
অনেক দিন ধরেই পাকিস্তানে ব্যাটিংয়ে আশার আলো ফুটছে বাবরের ব্যাটে। তাকে অনেকে তো পাকিস্তানের কোহলি বলেও ডাকেন। ধারবাহিকতা আর নিখুঁত টেকনিকের এই ব্যাটসম্যান বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্ট অধিনায়কের দায়িত্ব পালন করছেন।