ঢাকাMonday , 15 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহকে সিটি কর্পোরেশন করে ৩২ মৌজা থেকে জমি অধীগ্রহণের প্রজ্ঞাপন জারি

Link Copied!

মো. আব্দুল কাইয়ুম : অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটাল সরকার। ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষনা করে জমি অধীগ্রহণের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নিচে সম্পূর্ণ প্রজ্ঞাপন দেয়া হলো। অথবা  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রজ্ঞাপন অনুসারে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন-২ শাখার ) আইন ও ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হলো। বর্ণিত এলাকাসমূহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভক্ত হবে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন এবং আনুষ্ঠানিক সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

এস, আর, ও নং  ৩০১-আইন/২০১৮ আইনে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৩ এর উপ ধারা (৩) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ অত:পর উক্ত বিধিমালা বলিয়া উল্লেখিত, এর বিধি ৬ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকাসমূহ সমন্বয়ে ময়মনসিংহ সিটি কপোরএরশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসসককে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেমশ প্রদান করিয়াছিল এবং যেহেতু উক্ত নির্দেশ অনুায়ী ময়মনসিংহ জেলার জেলা প্রশাসসক নিম্ন তফসিলে বর্ণিত পৌর এলাকাসমূহ সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোলেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং যেহেতু সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করিয়া নিম্ন তফসিল বর্ণিত পৌর এলাকাসমূহ সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন, সেহেতু সরকার উক্ত বিধিমালার বিধি ৬ এর বিধান অনুযায়ী ময়মনসিংহ পৌরসভার নিম্ন তফসিলে বর্ণিত পৌর এলাকাসমূহ সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করিল। যথা :-ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগন্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃস্টপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর(আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ^রদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।