লালের চেয়ে গোলাপি ভালো: সৌরভ গাঙ্গুলী

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক টেস্ট। ভারতের মাটিতে শুরু হয়ে গেল গোলাপি বিপ্লব। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পিঙ্ক বলে অভিষেক হলো টিম ইন্ডিয়ার।

প্রথম দিন মোহাম্মদ শামির বলে আঘাত পান বাংলাদেশের লিটন দাস ও নাইম হাসান। এটুকু বাদ দিলে মোটের ওপর উপভোগ্য ছিল সবকিছু।

এবার জেনে নেয়া যাক, ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গলীর চোখে গোলাপি বল কত নম্বর পেল? বলের দৃশ্যমানতা নিয়ে কী বললেন তিনি।

ফ্লাড লাইটে গোলাপি বল দেখা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে দ্বিতীয় দিন বিরাট কোহলির সেঞ্চুরি দেখে সৌরভ বলেন, লাল বলের চেয়ে টেস্টে গোলাপি বলের দৃশ্যমান অনেক ভালো বলেই মনে হয়েছে।

সেই সঙ্গে এদিন বিরাটের বিশাল প্রশংসা করেন দাদা। ইতিহাস গড়া টেস্টে এদিন ১৩৬ রান করেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। এ প্রসঙ্গে সৌরভ বলেন, বিরাট যেকোনো ফরম্যাটেই রানমেশিন।

টেস্ট ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি করেন কোহলি। সব মিলিয়ে ৭০তম আন্তর্জাতিক শতরান করেন বিকে।

ভারতের গোলাপি টেস্ট অভিষেকের অংশ বনে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সৌরভ। সেই সঙ্গে আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসার্ধ শতবর্ষ উপলক্ষে এশিয়া অলস্টার একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচে থাকবেন বলে কথা দিয়েছেন তিনি।

Share this post

scroll to top