ইকবাল হাসান : হাওরাঞ্চল নেত্রকোনার প্রান্তিক চাষীদের মধ্যে কেঁচো সার উৎপাদন ও বিপনন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে সবুজ পরিবহন নামে একটি সেবা সংগঠন। কেঁচো ও কেঁচো সার উৎপাদনের মাধ্যমে কৃষক-কৃষাণীদের নিজেদের চাহিদা মিটিয়ে কিভাবে আর্থিক উন্নয়ন সহ মাটির স্বাভাবিকতা বজায় রাখা যায় তারই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাশ্রমধর্মী এই সংগঠনটি।
আজ দুপুরে সদর উপজেলায় বালুয়াকান্দা গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক-কৃষাণীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কেঁচোর প্রজনন ও তার স্বাভাবিক বংশবৃদ্ধি কাজে লাগিয়ে দ্রত সার উৎপাদনের মাধ্যমে কিভাবে তারা লাভবান হতে পারে তা বুঝাতেই ছিল এই প্রশিক্ষণ। পরে তাদের প্রত্যেককে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
এসময় সবুজ পরিবহনের এডমিন রেবেকা ইয়াসমিন। প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কম্পোষ্ট উৎপাদন এ্যসোসিয়েশন বদরুল হায়দার। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।