মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ধানক্ষেত থেকে বিপন্ন প্রজাতির ৬টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে শাবকগুলোকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা বন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধান কাটতে এলাকার শ্রমিকরা মাঠে ধানের আটির স্তুপের ভিতর ৬টি বাঘশাবক দেখতে পান। বিষয়টি জানাজানি হলে লোকজন শাবকগুলোকে দেখার জন্য ভিড় করেন। পরে শুক্রবার রাতে বন বিভাগকে খবর দেয়া হয়। শনিবার সকালে বন বিভাগ রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইমলামপুর গ্রাম থেকে বাঘ শাবকগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল অফিসে নিয়ে আসে। বাঘ শাবকগুলো বর্তমানে সুস্থ আছে।
এ ব্যাপারে মৌলভবাজার বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, এক কৃষক আগের দিন ধান কেটে ধানের আটি স্তুপ করে রেখেছিলেন, পরদিন সেই স্তুপের মাঝে মেছোবাঘের ৬টি শাবক পাওয়া গেছে। আমাদের ধারণা, মা মেছোবাঘ তার শাবকগুলোকে রেখে চলে গিয়েছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। বর্তমানে বন্যপ্রাণীপ্রেমী সোহেল শ্যামের সেবাযত্নে আছে। আমরাও খোঁজখবর রাখছি।