মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহ শহরে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অভিযানে অংশ নেয়া দুই পুলিশ সদস্য।
গতরাতে শহরের কালিবাড়ি এলাকায় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবাহ ও পাচঁ কেজি গাজা উদ্ধার করেছে।
ময়মনসিংহ জেলা ডিবি ওসি শাহ কামাল হোসেন জানান, শহরের কালিবাড়ি এলাকায় গতরাতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করছে এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এসময় মাদক ব্যবসায়ী শরীফ(৩২)কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শহরের কৃষ্টপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নিহত মাদক ব্যবসায়ী শরীফের নামে কোতোয়ালী মডেল থানায় ৭টি মামলা রয়েছে ।