ঢাকাMonday , 8 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপি যুক্তরাষ্ট্রে

Link Copied!

পুলিশ প্রধানদের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের(আইএসিপি) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

সম্মেলনে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্য সদস্যরা হলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

ফ্লোরিডায় আইএসিপির বার্ষিক সম্মেলন শনিবার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় স্থান পাবে।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।