বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ

মো. আব্দুল কাইয়ুম : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরগঞ্জের সাবেক এমপি আলহাজ্ব শাহ নূরুল কবীর শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কাকনহাটি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাঁধা প্রদান মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ ফ্রেরুয়ারীতে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগে ককটেল বিস্ফোরন ও গাড়ি ভাংচুর এর ঘটনা ঘটে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বাদী হয়ে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ ১৭ জনের নাম উলে­খ করে অজ্ঞাত আরো ২০জনের নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানায় যার নং ১০(২)১৮।

গতকাল রাতে গ্রেফতারের পর থেকে শাহ নূরুল কবীর শাহীনকে কোতোয়ালী মডেল থানার হাজতে আটকে রাখা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top