সাজ্জাতুল ইসলাম সাজ্জাত : ময়মনসিংহের গৌরীপুরে মোটর সাইকেল চাপায় হোসনে বানু (৮০) নামে এক মহিলা পথচারী মারা গেছেন। আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গৌরীপুর-কলতাপাড়া সড়কে গুঁজিখা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত হোসনে বানু উপজেলার পশ্চিম গুঁজিখা গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা হোসনে বানু রাস্তা পারাপারের সময় গৌরীপুর থেকে বেপরোয়া গতিতে আসা জনৈক মোটর সাইকেল আরোহী ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গৌরীপুর থানার এসআই আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর মোটর সাইকেল আরোহী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মটর সাইকেলটি (ময়মনসিংহ-হ-১৩-৮৩৬৪) জব্দ করা হয়েছে।