ঢাকাSaturday , 6 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ সরকারের বিকল্প নেই : বাকৃবি ভিসি

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেছেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর গত ৯ বছরে দেশের উন্নয়ন চোখে পড়ার মতো। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিসি আরও বলেন- মাথাপিছু আয় বৃদ্ধি, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, পদ্মা সেতু নির্মাণকাজ চালু, সমুদ্রসীমা বিজয়, পায়রা সমুদ্রবন্দর নির্মাণকাজ চালু, বার্ষিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, ঢাকায় মেট্রোরেল নির্মাণকাজ, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চোখে পড়ার মতো। বর্তমান সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে, তা জনগণকে জানানো উচিত। সামনে কি কি উন্নয়ন করা প্রয়োজন জনগণের সামনে তুলে ধরা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকার। এরপর মনোজ্ঞ বাউল সঙ্গীতের আয়োজন করা হয়।

এর আগে সকাল ১০টায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।