ময়মনসিংহ নগরীর আকুয়া মাদরাসা কোয়ার্টার লিচুবাগান এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের সময় একটি বাসার প্রাচীর ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।এ সময় অজ্ঞাতনামা এক নারী নির্মাণ শ্রমিক আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার এই দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম ছুতো মিয়া (৬০)। তার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার গোষ্ঠা গ্রামে। ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করেছে।ঘটনার পর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু ও কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।