টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে টপকে রান তালিকায় শীর্ষে ওঠেন মুশফিক। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৪৪ রান এখন ঝুলিতে রয়েছে মুশফিকের। অপরদিকে ৬ ম্যাচের ১১ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৬ রান আশরাফুলের।
শনিবার তৃতীয দিনেই শেষ হওয়া ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হন মুশফিক। এর আগে প্রথম ইনিংসে ৪৩ রান করেন তিনি।
সিরিজের প্রথম টেস্টের আগে আশরাফুলের পেছনেই ছিলেন মুশফিক। ৪ টেস্টের ৭ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ৩৩৭ রান ছিলো মুশফিকের। তাই আশরাফুলকে টপকে যেতে ৫০ রান দরকার ছিলো সাবেক এই অধিনায়কের। প্রথম ইনিংসে ৪৩ রানে আউট হয়ে আশরাফুলকে টপকে যাবার সুযোগ হাতছাড়া করেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে আশরাফুলকে টপকে যান মুশফিক। সূত্র : বাসস।