মেসি বলেছিলো ‘মুখ বন্ধ রাখো’ তিতে

সুপার এল ক্লাসিকো শেষ হলো গতরাতে। কিন্তু এর রেশ এখনো কাটেনি। লিওনেল মেসির করা একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একইসঙ্গে নিয়েছে কোপা আমেরিকায় তাদের কাছে হেরে বিদায় নেয়ার প্রতিশোধও।

পুরো স্টেডিয়ামজুড়ে আওয়াজ ছিল শুধু ‘মেসি-মেসি’। স্বাভাবিকভাবেই ম্যাচের পর চারিদিকে চলছে মেসি বন্দনা। সবাই প্রশংসায় ভাসাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ককে। আর্জেন্টাইনের সুদিনে ঘি ঢালার চেষ্টাও করছেন ব্রাজিল কোচ তিতে।

তার দাবী খেলা চলাকালীন মাঠ থেকে ইশারায়  ‘মুখ বন্ধ’ রাখার কথা বলছিলেন মেসি।

ম্যাচের প্রথমার্ধে রেফারির একটি সিদ্ধান্তে ঠিক সন্তুষ্ট হতে পারেননি তিতে। একটি ফাউলকে ঘিরে মেসিকে হলুদ কার্ড দেয়ার কথা বলেন তিতে। কিন্তু রেফারি তা আমলে নেয়নি। তবু ব্রাজিল কোচ বারবার ডাকছিলেন রেফারিকে।

তা দেখে মাঠে দাঁড়িয়েই নিজের হাত ও মুখের ইশারায় ব্রাজিল কোচকে চুপ করে থাকতে বলছিলেন মেসি। ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলেছেন তিতে।

তিনি বলেন, ‘আমি তখন অভিযোগ করছিলাম কারণ মেসিকে হলুদ কার্ড দেখানো উচিৎ ছিল। তখন সে (মেসি) আমার দিকে তাকিয়ে বলছিলো, ‘মুখ বন্ধ রাখো’। পাল্টা জবাবে আমিও তাকে বলেছি, ‘তুমি মুখ বন্ধ রাখো’। ঘটনা এটুকুই।’

এরপর আর এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। আর কোনো উত্তরও দেবো না। এসব ম্যাচে আপনার একজন শক্ত রেফারি দরকার। নতুবা ম্যাচ চালানো কঠিন। সেটায় কার্ড দেখানো উচিৎ ছিল। আমার অভিযোগ সঠিক ছিলো।’

সূত্র : ফক্স স্পোর্টস

Share this post

scroll to top