মোবাইল কোর্ট গতিশীল এবং আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনারদের দিনব্যাপী মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি এ সময় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এইচ এম লোকমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. ফরিদ আহমেদ প্রমুখ। সূত্র: আমাদের সময়